শুভেচ্ছা কথা
কুমিল্লা থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ বিশ্বব্যাপী এক কঠিন, ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে একবছর পার করেছে। করোনাকালীন সময়ে এই নিউজপোর্টালটির প্রকাশনা অব্যাহত রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই প্রতিসময় পরিবারের সবাইকে প্রথম বর্ষপূর্তিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
আমি দেখেছি, গত এক বছরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে এটি বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এই নিউজপোর্টালটিতে রয়েছে নান্দনিকতা। এটি পাঠক আকৃষ্ট করার একটি দিক বলে আমি মনে করি। সংবাদের সাথে ছবির যে সংযোজন থাকে তাও বেশ সুন্দর। আর প্রতিটি সংবাদেই বস্তুনিষ্ঠতা খুঁজে পাওয়া যায়। পাঠকের সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করে প্রতিসময়।
সবমিলে কম সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে একটি পরিচ্ছন্ন বাংলা অনলাইন নিউজপোর্টাল প্রতিসময়।
এটির প্রকাশনা অব্যাহত থাকুক। সফলতার সাথে এগিয়ে চলুক।
- প্রফেসর আমীর আলী চৌধুরী
সাবেক অধ্যক্ষ:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
Last Updated on July 10, 2021 3:41 pm by প্রতি সময়