কুমিল্লার তিতাসে গোমতি নদীতে নিখোঁজের তিন দিন পর আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আলিফ তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
সোমবার সকালে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়া সংলগ্ন গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে তিতাস থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ২টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু দুই দিনে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল।
সোমবার সকালে স্থানীয় লোকজন গোমতী নদীর দড়িকান্দি উত্তর পাড়া পাকা ঘাট সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় আলিফের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কান্তি দাস বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Last Updated on December 25, 2023 5:06 pm by প্রতি সময়