শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে ও পাঁচ দফা দাবি উত্থাপন করে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে৷তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করছে। ভারত যতোগুলো বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙ্গে ফেলতে হবে। কারণ আন্তর্জাতিক আইনে কোন দেশ এককভাবে বাঁ নির্মান করতে পারে না। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত।এটা তাদেরকে বন্ধ করতে হবে।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠের মুক্তমঞ্চে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

 

বাংলাদেশ-ভারত আন্ত:সীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মানের প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০টি ট্রাকযোগে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু করে দুপুরে কুুমিল্লা টাউনহল মাঠে এসে পৌঁছায় ইনকিলাব মঞ্চের টিম। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মােের্চর আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

 

ইনকিলাব মঞ্চ, কুমিল্লার আহবায়ক গোলাম সামদানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মোশতাক আহমেদ ফরাজি,বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কাজী দ্বীন মোহাম্মদ, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ইনকিলাব মঞ্চের সদস্য মিয়া মুহাম্মদ তৌফিক, নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

 

সমাবেশে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এ অঞ্চলের ১১ জেলায় বন্যা ছড়িয়ে পড়লে অন্তত ৭১ জনের মৃত্যু হয়। আর ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ। বন্যার পানিতে বিনষ্ট হয় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।

 

সমাবেশে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলেন,একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

 

সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের নেতৃত্বে ভারত বিরোধী নানা স্লোগান মুখে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কুমিল্লার বিবিরবাজার সীমান্ত অভিমুখে লংমার্চ শুরু করে।

Last Updated on September 6, 2024 9:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102