গাড়িতে ফেলে যাওয়া অর্ধ লক্ষ টাকা ও মূল্যবান কাগজপত্র যাত্রীর হাতে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার একটি যাত্রীবাহী বাসের চালক ও তার সহকারীরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে পাপিয়া ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলাম তার কার্যালয়ে ওই যাত্রীর হাতে বাসে ফেলে যাওয়া ব্যাগে থাকা ৫০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র তুলে দেন।
এসময় যাত্রী জয়নাল আবেদিন কৃতজ্ঞতা ও বাসের
চালক-হেলপারদের সততার পরিচয়ে মুগ্ধতা প্রকাশ করেন।
একই সময়ে পাপিয়া ট্রান্সপোর্টের বাসের চালক মো. সুমন ও তার সহকারি নাজমুল হাসান, সজিব ও সাইফুলকে সততার জন্য পুরস্কৃত করেন ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলাম।
ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানান, সোমবার (২ অক্টোবর) কুমিল্লা-দাউদকান্দি পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে (ঢাকা মেট্রো- ১৪-৩২৭১) করে ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লা শহরে ফিরছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ভাগুরা পাড়া গ্রামের আবদুল মজিদের পুত্র মানবাধিকার কর্মী জয়নাল আবেদিন। কুমিল্লা শাসনগাছা টার্মিনালে এসে বাস থেকে নেমে গেলেও ভুলবশত তার সঙ্গে থাকা ব্যাগটি গাড়িতে ফেলে যান তিনি। ব্যাগে নগদ ৫০ হাজার টাকা,কাপড়-চোপড় ও কিছু মূল্যবান কাগজপত্র ছিল। সব যাত্রীরা নেমে যাওয়ার পর যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি বাসের কনট্রাকটর ও এক হেলপারের নজরে পড়ে। তারা ব্যাগটি নিয়ে পাপিয়া ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলামের নিকট জমা রাখেন। পরে তাজুল ইসলাম মুঠোফোনে ব্যাগের মালিক জয়নাল আবেদিনের সাথে যোগযোগ করেন।
Last Updated on October 3, 2023 9:14 pm by প্রতি সময়