শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা

পালিয়ে প্রেমের বিয়ে, অতঃপর বিষপানে প্রেমিকের আত্মহত্যা!

মনির হোসাইন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২২১ দেখা হয়েছে

প্রেম করে পালিয়ে বিয়ে। অতঃপর থানায় প্রেমিকার পরিবারের জিডি। বিয়ে মেনে নেওয়ার আশ্বাস দেখিয়ে কৌশলে প্রেমিক প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসার পর পুলিশ প্রেমিকাকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিয়ে করে প্রেমিকা স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ ও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মামলার হুমকি দেওয়া হয় প্রেমিককে। প্রেমের বিয়ের চার দিনের মধ্যে এমন ঘটনায় প্রেমিকার পরিবারের আচরণ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিক।

 

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে। নিহত প্রেমিকের নাম হবিউল্লাহ (২০)। সে ওই গ্রামের ইয়ার হোসেনের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, হবিউল্লার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির জসীম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক চলছিল অনেকদিন ধরেই। বিষয়টি সুমাইয়ার পরিবার জেনে গেলে তাকে নজরদারিতে রাখা হয়। সোমবার (২৩ অক্টোবর) সুমাইয়া বাড়ি থেকে গোপনে বের হয়ে হবিউল্লার সঙ্গে চট্টগ্রাম চলে যায়। এদিন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সুমাইয়া ও হবিউল্লাহ।

 

 

এদিকে বাড়ি থেকে মেয়ে চলে যাওয়ার বিষয়ে মুরাদনগর থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করে সুমাইয়ার বাবা জসীম মিয়া।

 

এরই মধ্যে কৌশলের আশ্রয় নিয়ে সুমাইয়ার বাবা জসীম মিয়া মেয়ের প্রেমিক হবিউল্লাহর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ে মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং আনুষ্ঠানিকভাবে মেয়েকে তুলে দেয়া হবে বলে তাদেরকে বাড়িতে চলে আসতে বলে।

 

এমন আশ্বাসে হবিউল্লাহ প্রেমিকা স্ত্রী সুমাইয়াকে নিয়ে বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আসে। তখন পুলিশ খবর পেয়ে হবিউল্লার বাড়ি থেকে সুমাইয়াকে উদ্ধার করে তার বাবা মার কাছে হস্তান্তর করে।

 

এর পর থেকেই হবিউল্লাহর সঙ্গে সুমাইয়ার সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। কেবল তাই নয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হবিউল্লাহকে মামলা দিয়ে পুলিশে দেওয়া হবে এমন ভয় ভীতি দেখায় সুমাইয়ার বাবা। প্রেমিকার পরিবারের কেমন আচরণ সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে হবিউল্লাহ।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে।

Last Updated on October 27, 2023 11:11 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102