মিয়ানমার থেকে প্রায় ২০দিন আগে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর বøকে এসে আশ্রয় নেয়। এ ২০দিনের মধ্যে মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে ইয়াছিন হয়ে যায় কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে।
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক হওয়ার পর জানা গেছে ইয়াছিন কুমিল্লা মুরাদনগরের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে নন। তাদেরকে পিতা-মাতা পরিচয়ে যে জন্মসনদ করা হয়েছে তাও ভুয়া। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাজেস বড়ুয়া জানালেন কিভাবে এ জন্মসনদ সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিয়ে আরুলের ছাপ দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে ইয়াছিনকে আটক করা হয়।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মিয়ানমারের বাসিন্দা। সেখান থেকে দিন বিশেক আগে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এসেছে।
আটক রোহিঙ্গা যুবক জানায়, বেশ কিছুদিন আগে সে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আসে। মিয়ানমারে বলিবাজারে থাকা তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করে দিবে বলে চুক্তি করে। তার সব কাগজপত্র ওরাই তৈরি করে দেয়।
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন রোহিঙ্গা যুবকের নামে জন্ম নিবন্ধন করে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা প্রতিটি জন্ম নিবন্ধন যাচাই বাছাই করে দিয়ে থাকি। ওই রোহিঙ্গা যুবক ইয়াছিনের পাসপোর্ট করতে যেই জন্ম নিবন্ধন নাম্বারটি ব্যবহার করেছে, সেটি পশ্চিম ঘোড়াশাল গ্রামের মমিন মিয়ার নামে আমার পরিষদ থেকে জন্ম নিবন্ধন করে দেয়া হয়েছে। যার সকল ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। মূলত একটি চক্রআমাদের পরিষদের ওয়েবসাইট হ্যাক করে এই জন্ম নিবন্ধন নাম্বারটি ব্যবহার করে ওই রোহিঙ্গা যুবকের নাম পরিবর্তন করেছে। যা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রেখেছি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা নিপা বলেন, প্রাথমিকভাবে যাচাই বাছাই করে যেটি মনে হয়েছে। মুরাদনগর সদর ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধনটি করা হয়নি। জন্ম নিবন্ধন নাম্বারটি ব্যবহার করে অনলাইনে নাম পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইট হ্যাক করে করা হয়েছে কিনা এই বিষয়টি আরো নিশ্চিত হতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
Last Updated on February 16, 2024 8:36 pm by প্রতি সময়