
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ রুদ্র চন্দ্র দাস নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর রামঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুদ্র কুমিল্লার কান্দিরপাড় রামঘাট এলাকার স্বপন চন্দ্র দাসের পুত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছে, সে এবং তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করে।
যৌথবাহিনী আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে।