শিশু আবদুল্লাহ। পারিবারিক অ্যালবামের ছবি #
ঘরের পাশে পুকুরপাড়ে খেলা করছিল আড়ই বছর বয়সী আবদুল্লাহ। হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়।তাৎক্ষণিক তাকে পুকুর থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের পশ্চিম পাড়ায় রবিবার (১নভেম্বর)বেলা ১১টার দিকে ঘটেছে।শিশু আবদুল্লাহ ওই গামের সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়ার একমাত্র পুত্রসন্তান।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে আবদুল্লাহ ঘর থেকে বের হয়ে একাই খেলার ছলে পুকুরপাড়ে যায়। এসময় হঠাৎ সে পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি তার মা ঘরের জানালা দিয়ে দেখে দ্রুত পুকুরে নেমে ছেলেকে উদ্ধার করে। কিন্তু কোন সাড়াশব্দ না পাওয়ায় তাকে কংশনগর বাজার ইউনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের মৃ্ত্যুতে গোটা পরিবারের শোকের ছায়া নেমে আসে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 1, 2020 8:09 pm by প্রতি সময়