কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা. তাহসীন বাহার সূচনা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে মেয়র বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে পাড়া-মহল্লায় পরিত্যক্ত পুকুর, ডোবা-নালা, জলাশয়ে কচুরিপানা, জলজ উদ্ভিদ, ময়লা-আর্বজনা, জঞ্জাল মশার বিস্তার, রোগজীবাণু সৃষ্টিসহ শহরের পরিবেশ দূষণ করছে। জলাশয়ে ময়লা-আর্বজনা, কচুরিপানা, জলজ উদ্ভিদ থাকলে কীটনাশক প্রয়োগ করেও মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না। তাছাড়া পুকুর-ডোবা, জলাধার নানাবিদ জঞ্জালে পরিপূর্ণ থাকায় শহরে জলাবদ্ধতা অন্যতম কারণ।
একটি সুন্দর, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর বিনির্মাণে নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র ডা. তাহসীন বাহার সূচনা বলেন, সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন পুকুর, ডোবা ইত্যাদি জলাশয় সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব।
তিনি শহরের সরকারি-বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন পুকুর, ডোবা, খাল এসকল জলাশয়ের কচুরিপানা, ময়লা-আর্বজনা, আগাছা ইত্যাদি জঞ্জাল নিজ নিজ দায়িত্বে স্বাস্থ্য সম্মতভাবে অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
পুকুর, ডোবা, জলাশয়ের ময়লা আবর্জনা অপসারণ না করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিটি কর্পোরেশন কর্তৃক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Last Updated on April 26, 2024 4:12 pm by প্রতি সময়