কুমিল্লার মুরাদনগরে একটি প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ মে) গভীর রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে আজগর সরকার প্রজেক্টের পুকুরে এ ঘটনা ঘটে।
ওই প্রজেক্টের মৎস্য ব্যবসায়ী আবু তাহের জানান, পুকুরটি তিনি নাগেরকান্দি গ্রামের আজগর সরকারের ছেলে কাউসার আহমেদ থেকে লিজ নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু ওই গ্রামের আব্দুল খালেক ও তার ছেলে রিপন বেশ কয়েকদিন ধরেই তাকে মাছ চাষে বাধা দিচ্ছেন। শনিবার (২৫ মে) বিকেলে আবু তাহেরকে মাছ চাষ বন্ধ করতে বলেন খালেক ও তার ছেলে রিপন। অন্যথায় দেখে নেয়ার হুমকি দেয় তারা। আজ রবিবার সকালে আবু তাহের জানতে পারে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
তিনি পুকুর পাড়ে গিয়ে প্রথমে গ্যাসের অভাবে মাছ মারা গেছে ভাবলেও পরে দেখেন সেখানে বিষের বোতল পড়ে রয়েছে।
আবু তাহের জানান, তিনি ধার দেনা করে মাছের প্রজেক্টটি পরিচালনা করছেন। বিষ প্রয়োগের কারণে তার প্রজেক্টের প্রায় চার লাখ টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন । এ ঘটনায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মাছ নিধনের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু তাহের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated on May 26, 2024 7:05 pm by প্রতি সময়