ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করা হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা এ প্রতিষ্ঠানের পুনর্গঠিত বোর্ড অব গভর্নরস-এ পদাধিকার বলে ধর্ম বিষয়ক মন্ত্রী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।পদাধিকার বলে অন্য গভর্নররা হলেন- চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভাইস চ্যান্সেলর, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।
বোর্ড অব গভর্নরস-এ সরকার মনোনীত দুজন সংসদ সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ওবায়দুল মোক্তাদীর চৌধুরী, এবং জামালপুর-২ আসনের মো. ফরিদুল হক খান।
মুসলিম চিন্তাবিদ ও আলেম-ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত ৫ গভর্নর হলেন- বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. শাহজাহান সিদ্দিকি বীর বিক্রম, অবসরপ্রাপ্ত সচিব মাওলানা মুফতি রুহুল আমীন ও মাওলানা কাফিলুদ্দীন সরকার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ (তিন) বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।
(জাগো নিউজ ২৪ অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 11, 2020 7:16 pm by প্রতি সময়