কুমিল্লা নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারের ৭২ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কুমিল্লা শাখা। ঈদের পোশাক পেয়ে এসব শিশুর মুখে হাসি ফুটে উঠে। তাদের চোখে মুখে আনন্দের যে বহিঃপ্রকাশ ঘটে তা উপস্থিত অতিথিদের আরও অনুপ্রাণিত করে তুলে।
রবিবার সকালে শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এসময় পুলিশ সুপার বলেন, এই কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। শিশুদের একটা ইচ্ছা থাকে বাবা মার সঙ্গে মার্কেটে গিয়ে কেনাকাটা করার। যেহেতু তাদের এই সুযোগটা নেয় তাই আমি ভাবলাম তাদের সবার জন্য যদি জামা তৈরি করে একসঙ্গে তাদেরকে এই উপহারটা দেয়া যায় তাহলে এই পর্যায়ের আনন্দটা তারা পাবে। আর আমিও ব্যক্তিগত ভাবে চেয়েছিলাম তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার, ঈদ উপহার দেয়ার মাধ্যমে এই সুযোগটা আমার হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক ও পুনাকের সভানেত্রী অপর্ণা বৈদ্য জানান, এই শিশুদের মাঝে ঈদ উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। ওরা আমাদেরই সন্তান, আমাদের দেশের সম্পদ। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা আগামী বছর চেষ্টা করবো আরও বড় পরিসরে কিছু করার।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক বিভাগ রাজন কুমার দাস, কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ, কুমিল্লা ট্রাফিক ওসি জিয়াউল চৌধুরী টিপু, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নয়ন মিয়া, কুমিল্লা পুনাক সদস্য লুবনা জামানসহ শিশু পরিবারের শিক্ষকমন্ডলী।
Last Updated on April 16, 2023 10:46 pm by প্রতি সময়