সরকারের পদত্যাগ, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০দফা দাবিতে কুমিল্লায় মহানগর বিএনপির পদযাত্রা বের হয়েও পুলিশের বাধায় সামনে এগুতে পারেনি।
রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি নগরীর কান্দিরপাড়ে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চকবাজারের উদ্দেশ্যে রওয়ানা হতেই ভিক্টেরিয়া কলেজ রোডে লিবার্টির মোড়ে পদযাত্রাটি থামিয়ে দেয় পুলিশ। ফলে আর সামনে এগুতে পারেনি কর্মসূচির পদযাত্রাটি।
এসময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। যতই বাধা আসুক বিএনপির কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, যানজট ও জনগণের নিরাপত্তার স্বার্থে পদযাত্রার মিছিল নগরীর প্রধান সড়ক কান্দিরপাড়ে আসতে দেওয়া হয়নি। তারা দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন।
Last Updated on May 28, 2023 8:13 pm by প্রতি সময়