কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। এ উপলক্ষে শনিবার বর্ণাঢ্য র্যালি নাঙ্গলকোট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, থানা পুলিশ উপ-পরিদর্শক নাজমুল হক, হাবিবুর রহমান চৌধুরী, রবিউল ইসলাম, সহকারি পরিদর্শক জমশেদ মিয়া, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।
দিবসটি উপলক্ষে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা। দেশব্যাপী কমিউনিটি পুলিশিংয়ের যে কার্যক্রম চলমান রয়েছে এর মাধ্যমে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি পুলিশিং সেবা সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে যাওয়ায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছে বলে আমি মনে করি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করতে হবে। এজন্য সমাজের সচেতন সকলের সহযোগিতা চাই।
Last Updated on November 4, 2023 8:15 pm by প্রতি সময়