কুমিল্লা-৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার আবারও দ্ব্যর্থহীন কন্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কুমিল্লাকে মাদকমুক্ত রাখতে আমি সংগ্রাম করে যাচ্ছি। জেলার আইন শৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযানগুলো অব্যাহত রাখছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি কুমিল্লায় মাদকমুক্ত পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পূজামণ্ডপকে সুশৃঙ্খল রাখতে যখন দিল্লি, কলকাতাসহ বিভিন্ন জায়গায় পূজা উপলক্ষে মাদক নিষিদ্ধ রাখে তখন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা দোষ দেখেন না, আর যখনই বলি কুমিল্লায় মাদক মুক্ত পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে তখন বাহারের দোষ খুঁজে বেড়ান।
এমপি বাহার বলেন, কোনো মাদকাসক্ত যদি মাতলামি করতে পূজামণ্ডপে আসে তাকে পুলিশে দেওয়া হবে। পূজামন্ডপের শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ-যুবলীগ পাড়ায় পাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে কাজ করবে। কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা মেনে নেওয়া হবে না। পূজামণ্ডপ ও মাদক নিয়ে আমার খণ্ডিত বক্তব্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে একটি মহল।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাহার।
সম্প্রতি জেলা প্রশাসনের একটি সভায় মাদকমুক্ত পরিবেশে কুমিল্লায় দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে এমপি বাহারের বক্তব্যকে খন্ডিত আকারে প্রকাশ করে একটি মহল। ওই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এমপি বাহারের বিরুদ্ধে একটি বিবৃতি দেয়। আর ওই বিবৃতির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা।
মতবিনিময় সভায় এমপি বাহার আরো বলেন, শান্তিপূর্ণ কুমিল্লা অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত কিছু স্বার্থান্বেষী মহল দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে বিভ্রান্তি ছড়ানোর হীন উদ্দেশ্যে পূজামণ্ডপ ও মাদক নিয়ে আমার খণ্ডিত বক্তব্য প্রচার করে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। তারা কুমিল্লার তথা দেশের রাজনীতিকে ঘোলা করতে চাইছে। আজকে যারা এসব করছে, কুমিল্লার যত হিন্দু সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর হয়েছে সবকিছুর সঙ্গে তারাই জড়িত। কোনো চক্রান্তই বাহারকে রাজনীতির মাঠ থেকে সরাতে পারবে না।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অচ্যিন্ত দাস টিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা খাদি শিল্পের প্রবীণ ব্যক্তিত্ব কান্তি রাহা, ও নারী নেত্রী পাপড়ী বসু। মতবিনিময় সভায় কুমিল্লা মহানগরীর ৯১টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতির নিন্দা জানিয়ে ১০১জন হিন্দু নেতার স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদলিপি উপস্থাপন করা হয়।
Last Updated on October 12, 2023 8:32 pm by প্রতি সময়