ছবি: ব্রাহ্মণপাড়ার কয়েকটি বাজারে ইউএনও ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান #
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা হুঁশিযারি দিয়ে বলেছেন- ‘যদি পেঁয়াজের দাম আগের মতো কারসাজি করে বাড়ানো হয়, তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, পাইকারি ও খুচরা বাজারে কেউ কারসাজি করে যাতে পেঁয়াজের দাম বেশি আদায় করতে না পারে- সে কারণে ডিসি স্যারের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার, শশীদল বাজার সহ আরো কয়েটি বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় এসব কথা বলেন তিন।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা উপজেলা সদর বাজার ও উপজেলার শশীদল বাজার সহ আরো কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের ৫জন ব্যবসায়ীকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 16, 2020 3:59 am by প্রতি সময়