রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

প্রকাশ হল কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’

শিক্ষা-সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

শিল্পসাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টালপ্রতিসময়এর শিক্ষা-সাহিত্য বিভাগে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সাহিত্য, শিল্প-সংস্কৃতি নিয়ে এবং অন্যান্য দিন শিক্ষা বিষয়ক প্রতিবেদন প্রকাশ হয়ে থাকে। এ বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে।

শিক্ষা-সাহিত্য বিভাগের আজকের আয়োজন বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান তোতা’র নতুন কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’ প্রকাশ নিয়ে কিছু কথা।সাথে রয়েছে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি।

ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চায় জড়িত ছিলেন প্রথিতযশা  সাংবাদিক মিজানুর রহমান তোতা।‘মাঠ সাংবাদিকতা’ নিয়ে ২০০৮ সালে প্রকাশিত মিজানুর রহমান তোতার লেখা বইটি গণমাধ্যম অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।এরপর আত্মজৈবনিক গ্রন্থ ‘ক্ষতবিক্ষত বিবেক’ প্রকাশ করেন।এ গ্রন্থটিও বেশ পাঠকপ্রিয়তা পায়।বেশ কিছুদিন আগে ‘আগুন কবি’ নামে তাঁর লিখা কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এবার প্রকাশ করলেন কবিতার বিশাল সম্ভার নিয়ে কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’।দেশ বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বিশিষ্ট  সাংবাদিক মিজানুর রহমান তোতার প্রকাশিত  অসংখ্য কবিতার মধ্য থেকে নির্বাচিত ৮০টি কবিতা নিয়ে ‘দিবানিশি স্বপ্নের খেলা’ কাব্যগ্রন্থটি আজ(১২ ডিসেম্বর)শনিবার প্রকাশ হয়েছে।একুশে বইমেলা-২০২১ এর জন্য মনোনীত এ কাব্যগ্রন্থ ৪৯দিন আগেই বাজারে ছাড়ল প্রকাশনী সংস্থা ‘অন্বয় প্রকাশ’।

‘দিবানিশি স্বপ্নের খেলা’ কাব্যগ্রন্থটিতে বৈচিত্রপূর্ণ সুন্দর কবিতার মিলন ঘটিয়েছেন মিজানুর রহমান তোতা। কাব্যগ্রন্থে অসাধারণ প্রানবন্ত উপস্থাপনায় সমাজের নানা বিষয়,  প্রেমরাতে, ভালোবাসা, সুখস্মৃতি, মায়াভরা নিবেদন, ব্যাথা-বেদনা, নানা রঙের খেলা, স্বপ্নের ভেলা, দ্রোহ ও গ্রাম মাঠের বর্ণনার মিশ্রণে অভিনবত্ব সব কবিতা রয়েছে। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য নিয়েওূ কবির অভিব্যক্তি দারুণভাবে ফুটে উঠেছে কাব্যগ্রন্থটিতে। প্রতিটি কবিতায় শব্দের মালা গেঁথেছেন, তৈরী করেছেন ছন্দের নূপুর। ‘দিবানিশি স্বপ্নের খেলা’ সাহিত্যপ্রেমিদের হৃদয়ে স্থান করে নেবে, সাড়া জাগাবে নি:সন্দেহে।

একুশের আগেই যারা মিজানুর রহমান তোতার কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’ হাতে পেতে চান তারা ০১৭৫৯-৫৬৫৭০৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য,বাংলাদেশে মাঠ সাংবাদিকতায় চেতনা সমৃদ্ধ একটি নাম মিজানুর রহমান তোতা। তিনি যশোর প্রেসক্লাবের তিনবারের সাবেক সভাপতি।চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।ঝিনাইদহ সদরের হরিপুর গ্রামে ১৯৫৭ সালে জন্মগ্রহন করেন তিনি। বসবাস করছেন যশোর শহরের নতুন খয়ের তলার শহীদ মশিউর রহমান সড়কের ‘পরপারে’ নামে ভবনে।টানা ৩২ বছর দৈনিক ইনকিলাব পত্রিকার যশোর ব্যুরো চীফ ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন মিজানুর রহমান তোতা।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on December 12, 2020 12:59 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102