দেশের প্রাচীনতম আঞ্চলিক সংবাদপত্র রূপসী বাংলা। কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালী ও সিলেট জেলার প্রথম আঞ্চলিক সংবাদপত্র বলতে রূপসী বাংলা ছিল পাঠকের প্রাণের স্পন্দন। কখনো অনুকূল, কখনো প্রতিকূল পরিবেশ কিন্তু থেমে থাকেনি রূপসী বাংলা।
সংবাদ প্রকাশের সৃজনশীলতায় সততা ও আদর্শের পথ ধরে ৫২ বছর পার করে আজ ৪ ফেব্রুয়ারি ৫৩তে পদার্পণ করেছে দৈনিক রূপসী বাংলা।
কুমিল্লার দৈনিক রূপসী বাংলা মানেই অধ্যাপক আবদুল ওহাব। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী অধ্যাপক আবদুল ওহাব স্যারের হাত ধরে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি রূপসী বাংলা’র যাত্রা শুরু হয়েছিল। অধ্যাপক আবদুল ওহাবের জ্ঞানের আলোয় আলোকিত রূপসী বাংলা ৫২ বছরে কুমিল্লা নামের এই প্রাচীন ও ঐতিহাসিক জেলার সঙ্গে জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গিভাবে।
অধ্যাপক আবদুল ওহাব আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া রূপসী বাংলা সংবাদ প্রকাশনার বিশালতার জায়গাটি ধরে রেখেছে। ওনার সহধর্মিনী সর্বজনশ্রদ্ধেয় কীর্তিমান নারী হাসিনা ওহাবের সম্পাদনা ও দিকনির্দেশনায় তার প্রিয় সন্তানদের হাতের ছোঁয়ায় দৈনিক রূপসী বাংলা ৫২ বছর অব্যাহত প্রকাশনার মধ্য দিয়ে স্বকীয়তা বজায় রেখে চলেছে।
৫৩তম বর্ষের অমলিন পথ চলায় প্রজন্ম থেকে প্রজন্মে সততা ও আদর্শের আলোকবর্তিকা হয়ে থাকুক দৈনিক রূপসী বাংলা।
Last Updated on February 4, 2024 10:21 pm by প্রতি সময়