কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাদক কারবারী ও দুর্নীতিবাজদেরকে এ সমাজ থেকে নির্মূল করতে হবে। প্রতিটি ইউনিয়নে জনকল্যাণমূলক উন্নয়ন কাজের গতি বাড়াতে হবে।
সভায় আইন-শৃঙ্খলাবাহিনীকে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে কাজ করার আহবান জানান এমপি সুবিদ আলী ভূঁইয়া।
বুধবার (৯ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আবুল হাসেম সরকার, নূর-এ-আলম ভূঁইয়া বুলু, ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, মামুনুর রশিদ মামুন, মাসুদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 9, 2020 9:46 pm by প্রতি সময়