কুমিল্লা থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল ‘প্রতিসময়’ এর উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বেলা ১টায় কুমিল্লা প্রেসক্লাব হলরুমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিসময় সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক শাহজাহান চৌধুরী, প্রধান সম্পাদক সাদিক মামুন, নির্বাহী সম্পাদক আবুল খায়ের, স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, রায়হান চৌধুরী, দেবিদ্বার প্রতিনিধি ফারুক হোসেন জনি ও দৈনিক মাতৃভূমির খবর কুমিল্লা প্রতিনিধি আহসান হাবিব শামীম প্রমুখ।
প্রতিসময় সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, সামনে ঈদ, দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে। এমন মুহূর্তে স্বল্প আয়ের পরিবারের মাঝে প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা মানবিক দায়িত্ব পালন করেছি। প্রতিসময় নিউজ পোর্টাল পরিবার সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে আসছে। এ কাজে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
Last Updated on March 31, 2024 4:53 pm by প্রতি সময়