একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বমূল্য, আরেকদিকে চলছে রোজা, সামনে ঈদুল ফিতর। অসহায়, গরিব মানুষের জন্য এটি একটি কঠিন সময়। আর এমনি পরিস্থিতিতে কুমিল্লার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর উদ্যোগে ঈদের দিনের জন্য এসব গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর বজ্রপুরে প্রতিসময় এর সম্পাদক শাহজাহান চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ভোজ্যতেল, চিনি, লাচ্ছা সেমাই। এছাড়াও মুরগী বা মাংস কেনার জন্য দেওয়া হয় নগদ অর্থ। ১২জন গরিব মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রীর একটি করে ব্যাগ ও প্রত্যেককে নগদ অর্থ দেওয়া হয়।
প্রতিসময় এর প্রধান সম্পাদক সাদিক মামুনের সার্বিক তদারকিতে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল আলিম, স্টাফ রিপোর্টার নেকবর হোসেন।
প্রতিসময় সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, আমাদের এই নিউজ পোর্টালের পক্ষ থেকে গত তিন বছর ধরে বিভিন্ন সময়ে অসহায় গরিব মানুষদের মানবিক সহায়তা করে আসছি। আমাদের এ ধরণের কার্যক্রমে প্রতিসময়ের শুভান্যুধায়িদের অনেকেই এবং প্রতিসময়ের সাংবাদিকরা আর্থিকভাবে সহযোগিতা করছেন। এভাবে সকলের সম্মিলিত সহযোগিতা আমরা গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিচ্ছি। আমাদের এই সামান্য আয়োজনের মাধ্যমে আসন্ন ঈদুল ফিতরের দিনে গরিব মানুষের মুখে যদি একটু উন্নত খাবার উঠে তাতে আমাদের এই উদ্যোগ সার্থক হবে বলে মনে করি।
Last Updated on April 10, 2023 2:13 pm by প্রতি সময়