করোনা পরিস্থিতির মাঝেই গত বছরের ১০ জুলাই ‘সত্যনির্ভর খবরের বাতিঘর’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’।
এই কঠিন সময়েও নিউজপোর্টালটি তাদের সবকটি বিভাগ সত্যনির্ভর খবর দিয়ে সচল রেখেছে। বিশেষ করে কুমিল্লার খবর, শিক্ষা-সাহিত্য ও স্বাস্থ্য বিভাগের খবরগুলোর সুন্দর উপস্থাপন-পরিবেশন পাঠকদের দারুণভাবে আকৃষ্ট করেছে বলে আমি মনে করি।
গেলো এক বছরে এই নিউজপোর্টালের সববিভাগের খবরে ছিল বস্তুনিষ্ঠতার ছোঁয়া। প্রতিসময় তার স্লোগানের তাৎপর্য ধরে রেখে এক বছরে প্রমান করেছে আসলই এই নিউজপোর্টালটি সত্যনির্ভর খবরের বাতিঘর।
প্রতিসময় নিউজপোর্টালের সম্পাদক, প্রকাশক ও সকল প্রতিনিধিদের জানাই প্রথম জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
- অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ -হৃদরোগ বিশেষজ্ঞ
প্রতিষ্ঠাতা ও সভাপতি: হার্টকেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা।
Last Updated on July 10, 2021 7:39 pm by প্রতি সময়