সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা
প্রিয় পাঠক
কুমিল্লা থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রতিসময় এর প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে বলিষ্ঠ মত প্রকাশে প্রতিসময় গেলো এক বছরে অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে।
পাঠক, শুভ্যানুধায়ী, বিজ্ঞাপনদাতাসহ রাজনৈতিক, চিকিৎসক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদের সহযোগিতা, পরামর্শ, দিকনির্দেশনায় করোনাকালের এই কঠিন সময়ে প্রকাশনা অব্যাহত রেখে আমরা এগুচ্ছি।
আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই প্রতিসময় নি:সন্দেহে সত্যনির্ভর খবরের বাতিঘরে পরিণত হয়েছে। প্রতিসময় তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি।
প্রতিসময় এর সঙ্গে যুক্ত কুমিল্লাসহ দেশের অন্যান্য জেলার উদ্যমী, সাহসী ও সৎ সাংবাদিক বন্ধুদের নিরলস পরিশ্রমে মাত্র এক বছরে এই অনলাইন নিউজ পোর্টালটি ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আমাদের কলমযোদ্ধা বন্ধুদের প্রতি রইলো বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো নাগরিক আইটি’র প্রতি। এই প্রতিষ্ঠানের কর্ণধার শাহআলম জয় এর কারিগরী সহযোগিতায় প্রতিসময় এর পেজটি সমৃদ্ধির পথে এগুচ্ছে।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, জাগোনিউজ ২৪ ডটকম, পার্সটুডে, বিবিসি বাংলা অনলাইন নিউজপোর্টালের প্রতি। এসব মিডিয়া অবলম্বনে আমরা জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ প্রতিসময় ডটকম এ প্রকাশ করে থাকি। তাদের প্রতি বর্ষপূর্তিতে রইলো অভিনন্দন ও কৃতজ্ঞতা।
প্রযুক্ত আজ হাতের মুঠোয়। অনলাইন মিডিয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই আগ্রহকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। সামনের দিনগুলোতে দেশ-বিদেশের ইতিবাচক খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর। আমরা এগিয়ে নিতে চাই এই দেশটাকে। আমাদের দেশের গৌরব ছড়িয়ে দিতে চাই বিশ্বজুড়ে।
সবাই ভালো থাকুন, মাস্ক পরুন, করোনার টিকা নিন, সুস্থ থাকুন।
- শাহজাহান চৌধুরী -সম্পাদক
- সাদিক হোসেন মামুন- প্রকাশক ও প্রধান সম্পাদক
Last Updated on July 10, 2021 2:51 pm by প্রতি সময়