‘প্রতিসময়’ এর প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশের সকল নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের যে আস্থা রয়েছে তা রক্ষায় প্রতিসময় গত এক বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সামনের দিনগুলোতেও ভূমিকা রেখে যাবে বলে আশা করছি।
কুমিল্লা থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজপোর্টাল প্রতিসময় চারটি ভার্সন বাংলা, ইংরেজি, এ্যারাবিক ও হিন্দিতে পড়া যায়। তাই আমি মনে করি এই নিউজপোর্টালটি কেবল বাংলাদেশে নয়, ভবিষ্যতে আন্তর্জাতিকভাবেও জনপ্রিয় হয়ে উঠবে। দেশের বাইরে বাংলা ভাষাভাষীর হৃদয়ে জায়গা করে নিবে। প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে ওঠুক অনলাইন নিউজপোর্টাল প্রতিসময়।
সবশেষে বলবো, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই নিউজপোর্টালটি পাঠকের সামনে সত্য তুলে ধরে যে সাহসীকতার পরিচয় দিয়ে আসছে এজন্য প্রতিসময় পরিবারের সবাইকে সংগ্রামী অভিবাদন। আগামীদিনের পথচলায় প্রতিসময় হোক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ।
- মো. তায়েবুর রহমান
সমাজসেবক, আমেরিকা প্রবাসী
Last Updated on July 10, 2021 9:00 pm by প্রতি সময়