প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা সোমবার নগরীর কান্দিরপাড় নাহার প্লাজায় পত্রিকাটির কুমিল্লা অফিসে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির নবাগত সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্যে রাখেন দৈনিক প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আবদুর রহমান, প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেক, প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল।
প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রথম আলো বন্ধুসভা হলো প্রথম আলোর একটি বিশেষ উদ্যোগ, যা তরুণদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে। এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও ব্যক্তিগত উন্নয়নে উৎসাহিত করা হয়। বন্ধু সভার কিছু উল্লেখযোগ্য কাজ হলো:সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ ছাড়াও মাদকবিরোধী প্রচার, দুর্যোগকালীন সহায়তার মধ্যে বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণকরে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জোহা মৃদুল, সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, যুগ্ন সম্পাদক মাহির বিন আইয়ুব, তানিম তাবাসসুম নিধি, সাংগঠনিক সম্পাদক হানিফ মোছাব্বীর, সহ সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দপ্তর সম্পাদক মো.সাকিব হেসেন, প্রচার সম্পাদক নেয়ামত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক স্নেহা রানী সাহা, জেন্ডারও সমতা বিষয়ক সম্পাদক সুরাইয়া খানম, প্রশিক্ষণ সম্পাদক শ্রাবনী রানী দে, দুযোর্গও ত্রান সম্পাদক ফৌজিয়া আলম প্রীতি, ক্রীড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অতনু ধর, পরিবেশও সমাজকল্যান সম্পাদক পূজা রানী দাস, মুক্তিযুদ্ধও গবেষণা সম্পাদক আলা উদ্দিন, বই মেলা সম্পাদক মহসীন সরকারসহ বন্ধুসভার সদস্যরা।
Last Updated on January 13, 2025 6:45 pm by প্রতি সময়