শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

প্রথম সন্তান মেয়ে হওয়ায় খালের পানিতে ফেলে হত্যা : মুরাদনগরে গ্রেফতার গৃহবধূর স্বীকারোক্তি

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১২৭ দেখা হয়েছে
# ভূমিষ্ঠ হওয়ার পর তোলা ছবি।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসী দম্পতির ঘরে কন্যা সন্তান জন্ম নেয়ায় রাবেয়া নামের ১৯ দিনের শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ওই শিশুর মায়ের বিরুদ্ধে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মা রত্না আক্তারকে (১৯) গ্রেফতার করেছে।গ্রেফতার গৃহবধূ রত্না আক্তার ওই এলাকার দুবাই প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী।

নিহতের দাদা বাচ্চু মিয়া বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আমরা বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যাই। কিছুক্ষণ পরে পুত্রবধূ রত্না আক্তারের চিৎকার শুনে বাড়ি গিয়ে দেখি শিশু রাবেয়াকে পাওয়া যাচ্ছেনা।পরে সবাই মিলে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকি। সারাদিন কোথাও না পেয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পরদিন শুক্রবার বাড়ির পাশের খালে লাশ ভেসে উঠলে স্থানীরা পুলিশে খবর দেন।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।  শুক্রবার সন্ধ্যায় পূত্রবধূ রত্নার বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রথম সন্তান মেয়ে হওয়ায় সকলের অগোচরে বাড়ির পাশে খালে ফেলে দেয়ার কথা স্বীকার করেছেন শিশুটির মা।শিশুটির দাদা বাচ্চু মিয়ার দায়ের করা হত্যা মামলায় তার পুত্রবধূ রত্নাকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ আগস্ট) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 14, 2021 9:32 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102