অ্যাডভোকেট নেয়ামতউল্লাহ (ফাইলছবি) #
প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট নেয়ামতউল্লাহ ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বুধবার (২৬ আগষ্ট ) সকাল সাড়ে সাতটায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নেয়ামতউল্লাহ ডায়াবেটিক, লিভার সিরোসিসে অসুস্থ হয়ে কুমিল্লা মুন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।আজ (বুধবার) সকালে তার মৃ্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান।
আজ সকাল ১১টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে দুইটায় কুমিল্লা নগরীর ফৌজদারী মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট নেয়ামতউল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মৃত কমরউদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ফৌজদারী সড়ক মোড়ে নিজস্ব ভবনে বসবাস করতেন।
অ্যাডভোকেট নেয়ামতউল্লাহ ১৯৬৩ সালের ৮ জানুয়ারী বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশার সনদপ্রাপ্ত হন এবং একই বছর ৭ মার্চ কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। আইন পেশায় দীর্ঘ ৫৮বছর অত্যন্ত গৌরব ও সম্মানের সাথে অতিবাহিত করেন। সিভিল আইনজীবী হিসেবে তিনি ছিলেন একজন অনন্য পথপ্রদর্শক। তাঁর আইনপেশার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত গ্রন্হ আইন-আদালতের প্রকাশনা উৎসব গত বছর কুমিল্লা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল।
তার মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, আইনজীবী সহকারি সমিতি গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 26, 2020 5:13 am by প্রতি সময়