জনশুমারি ও গৃহগণনা -২০২১ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় দাউদকান্দি উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৮০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
এ সময় দাউদকান্দি উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত আলোচনা সভা ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশ সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সারোয়ার আলম, মারুকা ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহান ভূঁইয়া প্রমুখ।
Last Updated on April 3, 2023 6:01 pm by প্রতি সময়