বর্তমান সরকার মহাপরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেততৃত্বাধীন সরকার কৃষিখাতের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে প্রতিবছর শত-শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের সুফল আজ দেশবাসী ভোগ করছে।দেশের সর্বত্রই শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় দাউদকান্দিস্থ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।
মেজর অব. মোহাম্মদ আলী সুমন আরও বলেন, এ দেশ কৃষির উপর নির্ভরশীল।কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে।কৃষকের কথা চিন্তা করে কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, দাউদকান্দি উপজেলা কৃষকলীগকে নবীন -প্রবীণের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে।
বর্ধিত সভায় দাউদকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহআলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,কৃষকলীগ কুমিল্লা অঞ্চলের সমন্নয়ক হিজবুল বাহার রানা,কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত,কৃষকলীগের কেন্দ্রীয় নেতা কৃষ্ণ গোপাল পাল।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের মহিলা নেত্রী জাহানারা আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ,উপজেলা কৃষকলীগ নেতা জিল্লুর রহমান জিলু, মুরাদ চৌধুরী সুমন প্রমূখ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 5, 2020 5:43 pm by প্রতি সময়