ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কুমিল্লা নগর উদ্যোনে বঙ্গবন্ধু ম্যুারালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোঃ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নারীনেত্রী পাপড়ী বসু সহ আরো অনেকে।
এরপর কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
প্রধান অতিথির বক্তব্য এমপি বাহার বলেন, অনেকেই বাংলার স্বাধীনতা এনে দিতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। পেরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এদেশের মুক্তিকামি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। একাত্তরে ঐতিহাসিক ৭ই মার্চের এক ভাষণের মধ্যদিয়ে সবার মাঝে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে- আমরা স্বাধীনতা পেয়েছি।বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে এবং হবে। আজকের বাংলাদেশের স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় ২০৪১ এর সোনার বাংলাদেশ আমরা সবাই মিলেই গড়বো।
জেলা প্রশাসক মোঃ শামীম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা নারীনেত্রী পাপড়ী বসু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Last Updated on March 7, 2023 8:24 pm by প্রতি সময়