কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন রূপায়নে ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।কোনো সংকটেই পিছু হটতে দেখা যায়নি তাকে।বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন দেশের উন্নয়নে তা করে দেখান
শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ইঞ্জিনিয়ার সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলার জনগণের উপর যে কোন ধরনের জুলুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আমার নির্বাচনী এলাকায় সকল ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ থাকবে।কেউ যদি অবৈধ চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারি দেন।
তিনি আরো বলেন, দাউদকান্দি-তিতাসসহ কুমিল্লাকে বন্যামুক্ত করতে চাই।বঙ্গবন্ধু কন্যা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমার গ্রাম,আমার শহর বাস্তবায়ন করা হবে।যে সব স্কুলে খেলার মাঠ নেই,সে সকল স্কুলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।দক্ষ জনশক্তি নির্মাণে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সহ পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে।
নাগরিক সংবর্ধনার আয়োজক কমিটির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, আব্দুস সবুর এমপির সহধর্মিণী ইয়াসমিন রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাব, দাউদকান্দি প্রেস ক্লাব, সুধিসমাজ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানায়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Last Updated on February 17, 2024 6:34 pm by প্রতি সময়