শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন দেশের উন্নয়নে তা করে দেখান : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি

মোহাম্মদ আলী শাহিন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ দেখা হয়েছে

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন রূপায়নে ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।কোনো সংকটেই পিছু হটতে দেখা যায়নি তাকে।বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন দেশের উন্নয়নে তা করে দেখান

 

শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি ইঞ্জিনিয়ার সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলার জনগণের উপর যে কোন ধরনের জুলুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আমার নির্বাচনী এলাকায় সকল ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ থাকবে।কেউ যদি অবৈধ চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারি দেন।

 

তিনি আরো বলেন, দাউদকান্দি-তিতাসসহ কুমিল্লাকে বন্যামুক্ত করতে চাই।বঙ্গবন্ধু কন্যা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমার গ্রাম,আমার শহর বাস্তবায়ন করা হবে।যে সব স্কুলে খেলার মাঠ নেই,সে সকল স্কুলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।দক্ষ জনশক্তি নির্মাণে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সহ পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে।

 

নাগরিক সংবর্ধনার আয়োজক কমিটির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, আব্দুস সবুর এমপির সহধর্মিণী ইয়াসমিন রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।

 

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাব, দাউদকান্দি প্রেস ক্লাব, সুধিসমাজ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানায়।

 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Last Updated on February 17, 2024 6:34 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102