শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

প্রফুল্লের রংতুলিতে রঙে রঙিন সোনালী অতীত

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

স্মৃতির যে অধ্যায়টি সবার কাছে সবচেয়ে সুখের তা হলো স্কুল জীবন।সময়ের স্রোত অতীত ফিরিয়ে দেয় না ঠিকই, তবে স্কুল জীবনের বন্ধুত্ব, একসাথে চলাফেরা, শৈশব স্মৃতি এসব কখনো কখনো সোনালী অতীত হয়ে পাখা মেলে হৃদয় গহীনে।তখন সোনালী অতীতে রঙিন হয়ে উঠে বর্তমান।

বহুদিন পর  স্কুল জীবনের প্রিয় বন্ধুদেরকে এক সাথে পেয়ে কুমিল্লা ফান টাউনের হল রুম যেন ফিরে গিয়েছিলো সেই ‘নীল-সাদা ইউনিফর্মে’ বন্দি থাকার সোনালী দিনগুলোতে। উপলক্ষ একটাই-ইবনে তাইমিয়া স্কুলের এসএসসি-৯৫ শিক্ষার্থীদের মিলন অনুষ্ঠান।বন্ধুরা সবাই যে একটা সময় এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি বসতেন ক্লাসরুমে।

বহুদিন পর শুক্রবারের (২৫ ডিসেম্বর) ভরদুপুরে তাই ফান টাউনের হল রুমে এপাশ-ওপাশে ৯৫ সালে এসএসসি উত্তীর্ণ বন্ধুদের কণ্ঠ থেকে ভেসে আসছিল অজস্র আবেগি সংলাপ।এতসব স্নৃতিচারণে মিলন মেলা যেন হয়ে উঠেছিলো পুর্ণমিলনীতে। তাই উৎসবের মাত্রাটা ছিল একটু বেশিই।

মিলন মেলা উপলক্ষে স্মৃতিচারন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান-আয়োজনে বাকি ছিল না কিছুই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন। এছাড়াও বক্তব্য দেন একই স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও প্রাত্তন শিক্ষক আবদুস সাত্তার। আশিকুর রহমান হিমেলের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান সন্জু, আনছারুল হক সাহেদ, নুরে আলম জিকু প্রমুখ।

সেই সাবেকরা যেন খুঁজে ফিরছিলেন তাদের স্কুল জীবনের সেইসব স্বর্ণময় দিনগুলো। যেদিকেই চোখ যায় সেদিকেই আলাপ উল্লাস। চলছে ক্লিক ক্লিক, দেদারসে উঠছে সেলফি-ছবি। শিক্ষক আর হারিয়ে যাওয়া বন্ধুরা মিলে হুড়মুড়িয়ে বইতে থাকে গল্পের স্রোত।

আলোচনা সভা শেষে রাতে খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই বন্ধু আবদুর রব ‘আমার ঘুম ভাঙ্গাইয়া নিল রে মরার কোকিলে’ গানটি গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। এরপর শোনা গেল ‘সেই তুমি কেনো এতো অচে না হলে’ গানটির মাধ্যমে যেনো আইয়ুব বাচ্চুকে স্মরণ করিয়ে দিলেন আরেকবার।

এভাবেই বাড়তে থাকে সময়ের বয়স। ঘড়ির কাটা তখন রাত সাড়ে এগারটা ছুঁইছুঁই। সময় বলছে এবার বিদায়ের পালা। তবে এর আগের ১০ ঘণ্টাটা যেন বার বার বলে গেছে বন্ধুত্ব হারায় না, থেকে থেকে ফিরে আসে বন্ধুর মুখ। আর চোখের পাতায় একে যায় ফেলে আসা দিনগুলো। যা ছিল কিনা প্রফুল্লের রংতুলিতে রঙে রঙিন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম protisomoy.com –এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on December 27, 2020 7:45 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102