কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেনের ঘাতক রেজাউল করিম অস্ত্র-মাদক সহ গ্রেফতার হয়েছে। শুক্রবার গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত অতিক্রমকালে টহলরত বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) সদস্যরা দুই সহযোগীসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে দেলোয়ার হত্যাকান্ড ছাড়াও ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা,আপেল হত্যাসহ ১ডজন হত্যা মামলা মিলিয়ে মোট ৩২টি মামলা রয়েছে। রবিবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে রেজাউল করিমের দুই সহযোগীকে গোলাবাড়ি কেরানী নগর এলাকার সাজু মেম্বারের বাড়ীর পাশে একটি অটোরিক্সায় অবস্থান করছে দেখতে পায়। এ সময় বিজিবির একটি টহল দল তাদের জিজ্ঞাসাবাদ করাতে কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। বিজিবির টহল দলটি একটু দূরে গিয়ে উৎ পেতে থাকে। রাত ১টার দিকে রেজাউল করিম ভারতীয় সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। তাকে চ্যালেঞ্জ করায় সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করলে প্রথমে সে নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দেয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হয় বিজিবি। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১টি ৩২ বোরের পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১৬ পিস ইয়াবা, কৌটা মাদক এক প্যাকেট, ৩টি ভারতীয় পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের ২টি ডেবিট কার্ড, ভারতীয় বিভিন্ন প্রকারের ৭টি কার্ড, নগদ ৭৮৫ টাকা ও কাতারের ১০ দিহরাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণসহ ৩০ টি মামলা রয়েছে। আটকের পর নতুন করে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা হয়। সন্ত্রাসী রেজাউল করিম (৩৪) কুমিল্লা সিটি করপোরেশনের সদর দক্ষিন মডল থানাধীন ২৬ নং ওয়ার্ডের শামবক্সি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র। দেলায়ার খুনের পর থেকে সে বেশির ভাগ সময়ই ভারত অবস্থান করতো।
কোতয়ালী মডেল থানা পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, রেজাউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে
দেলোয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান বলেন, রেজাউলকে দেলোয়ার হত্যা মামলায় শোন এরেস্ট দেখানোর পর আদালতে রিমান্ড আবেদন করা হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 19, 2021 10:05 pm by প্রতি সময়