অবকাঠামোগত উন্নয়ন ও সরকারিভাবে এমপিওভুক্ত না হওয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে বেকাদায় কুমিল্লার মুরাদনগর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে অবস্থিত বি-চাপিতলা মাওলানা মিজানুর রহমান দারুসুন্নাত মাদরাসা কর্তৃপক্ষ।
গ্রামীণ জনপদে দ্বীনি শিক্ষার আলো ছড়ানোর প্রয়াস নিয়ে ২০১০ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে মাদরাসাটি। কিন্তু সময়ের পরিক্রমায় ১৩ বছরে নানা সমস্যা নিয়ে মাদরাসাটি শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে মাদরাসায় ৫৩৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষার মান ধরে রাখলেও হচ্ছে না এমপিওভুক্ত।
মাদরাসার সুপার মোখলেছুর রহমান মুনির বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুুনিকায়নের লক্ষ্যে নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে, এমতাবস্থায় একটি ভবন পেলে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান বৃদ্ধি হতো। প্রতিষ্ঠানটির উন্নয়নের ব্যাপারে আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।
মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি কামরুল হাসান মেম্বার বলেন, এলাকার গরিব অসহায় মানুষের সন্তানদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বি-চাপিতলা মাওলানা মিজানুর রহমান দারুসুন্নাত মাদরাসা। প্রতিষ্ঠানটিতে তথ্য প্রযুক্তির আধুনিক যুগে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। শিক্ষকদের বেতন ভাতা কম, এরপরও তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের জীবনযাত্রা আরে সুন্দর হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।
Last Updated on September 3, 2023 10:12 pm by প্রতি সময়