কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, লিগ্যাল এইড কার্যক্রমকে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সফল ও সার্থক করতে হবে। তবেই দেশের সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
দরিদ্র মানুষের চাহিদার এ জায়গাটি অভাবনীয়ভাবে পূরণ করছে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম। তাই জাতীয় এ কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিয়ে সকল মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৯৮ তম মাসিক সভা ও জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ওই সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দেব, সিনিয়র সহকারী জজ ধ্রুব জ্যোতি পাল, সহকারী জজ তৌফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহছান উল্লাহ খন্দকার, পাবলিক প্রসিকিউটর এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ এম শেফায়েত ছালাম।
Last Updated on September 27, 2023 9:50 am by প্রতি সময়