বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচারণায় জমে উঠেছে দাউদকান্দির ভোটের মাঠ

মোহাম্মদ আলী শাহীন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৯ দেখা হয়েছে

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠছে গোটা পৌর এলাকা। ভোটারদের মাঝেও দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেইনের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।

অপরদিকে জয়ের জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রাথী নূর মো. সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মোহাম্মদ আবু মুছা। তবে প্রচারে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের নৌকা। পথসভা, উঠানবৈঠক, মিছিল-মাইকিং,গণসংযোগে এগিয়ে রয়েছে নৌকা।

আর হামলা-মামলার ভয়ে দলীয় মেয়র প্রার্থী থাকা সত্তে¡ও নীরব রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ করতে না পারা বিএনপির প্রার্থীর জন্য বড় ধরনের ধাক্কা মনে করছেন দলটির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। তবে পৌর বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা নীরব থাকায় মেয়র প্রার্থীকে অনেকটা একাই প্রচার চালাতে হচ্ছে। আংশিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটের মাঠে শক্তিশালী ভিত্তি গড়তে পৌর এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দিন-রাত।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিটি ওয়ার্ডে কর্মী-সমর্থকদের নিয়ে দিন-রাত প্রচার চালিয়ে যাচ্ছেন।

নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন বলেন,উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন,উন্নয়ন বুঝে নিন। গত পাঁচ বছরে প্রায় শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন হয়েছে পৌরসভায়,যা এখন দৃশ্যমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে ইনশাল্লাহ।বিজয়ী হলে দাউদকান্দি পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করে মডেল পৌরসভায় রূপান্তরিত করব।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নূর মো.সেলিম সরকার বলেন,দাউদকান্দি বিএনপির ঘাঁটি।ইভিএম নিয়ে ভোটারের মতো আমরাও শঙ্কিত। ডিজিটাল কারচুপি না হলে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমার বিজয় সুনিশ্চিত।

নারকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা বলেন,জনগন পরিবর্তন চায়।সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়ী হব। বিজয়ী হলে পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দেব।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন,কাউন্সিলর পদে ৩৬জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৫৪২জন।এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬০২জন,মহিলা ভোটার ১৫হাজার ৯৪০জন। এই প্রথম দাউদকান্দি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on February 10, 2021 10:02 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102