-গ্রেপ্তার আট আসামির স্বীকারোক্তি" />
কুমিল্লার তিতাসে পলিটেকনিক ছাত্র সিয়াম হত্যাকান্ডের ঘটনায় আটজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেপ্তারসহ হত্যার রহস্য উদঘাটন করেছে তিতাস থানা পুলিশ।
এই ঘটনায় নিহতের বাবা হেলাল উদ্দিন সরকার বৃহস্পতিবার রাতে আটজনের নামে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের জয় মিয়ার পুত্র সাকিব হোসেন (১৯), নাজির হোসেনের পুত্র নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), শফিক মিয়ার পুত্র সাইমুন মিয়া (১৯), আওলাদ হোসেনের পুত্র মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের নুরুল হকের পুত্র ওমর ফারুক (১৯), আবুল কাশেম এর পুত্র জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের হেলাল এর পুত্র মুকুল আহমেদ রাব্বি (১৭)। গ্রেপ্তারকৃতরা বর্তমানে চলমান দাখিল পরীক্ষার্থী।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস শুক্রবার সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে নিহত সিয়ামের নিকটাত্মীয়ের সাথে মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের নাজির হোসেনের পুত্র দাখিল পরীক্ষার্থী নাজমুল হাসানের প্রেমের সম্পর্ক ছিলো। এ প্রেমের সম্পর্কে সিয়াম বাধা দিলে নাজমুল, সাকিবসহ ৭/৮ জন দাখিল পরীক্ষার্থী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে কেন্দ্রের সামনেই সিয়ামের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল সিয়ামকে ধরে রাখলে সাকিব হোসেন পরপর দু’বার ছুরিকাঘাত করলে সিয়াম মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ২৫ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান,গ্রেপ্তারকৃত সবাইকে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন নামুঞ্জুর করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করেছে।
Last Updated on September 23, 2022 6:45 pm by প্রতি সময়