প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় অ্যাসিডে ঝলসে দিয়েছে তের বছর বয়সী এক কিশোরীর শরীর। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকার এ ঘটনায় জড়িত হারুন (২৬) নামে এক রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। সে অ্যাসিড নিক্ষেপের ঘটনা স্বীকার করে রবিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড় উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া গ্রামে হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের মোখলেছ মিয়া ও তার পরিবার। বৃহস্পতিবার রাতে মোখলেছ মিয়া, তার স্ত্রী, মেয়ে মনি আক্তার ও ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে মনিকে লক্ষ্য করে কে বা কারা জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে মনির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এসময় তার চিৎকারে ঘরের লোকজন জেগে উঠে এবং স্থানীয় লোকজনও ছুটে আসে।স্থানীয়দের সহযোগিতায় রাতেই মনিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে রঙ মিস্ত্রি হারুন ঘটনার একদির পর শনিবার রাতে অ্যাসিডে আহত মনিকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় হারুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর রবিবার (২৭ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হলে সে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে অ্যাসিড ছুড়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
অ্যাসিডে আহত কিশোরীর বাবা মোখলেছ মিয়া জানান, আমি রঙ মিস্ত্রির কাজ করি। চট্টগ্রামে থাকা অবস্থায় রঙ মিস্ত্রি হারুনের পরিবারের সঙ্গে আমাদের ঘনিষ্টতা ছিল। পরে আমি পরিবার নিয়ে ব্রাহ্মণপাড়ার বাগড়া নোয়াপাড়া গ্রামে চলে আসার পর হারুনও ওই এলাকায় এসে বাসা ভাড়া নিয়ে রঙ মিস্ত্রির কাজ করতো। বিভিন্ন সময় হারুন আমার মেয়ে মনিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে সে সাড়া না দেয়ায় অ্যাসিড নিক্ষেপ করে আমার মেয়েকে হত্যার চেষ্টা করে। আমি এঘটনার কঠিন শাস্তি দাবী করছি।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মির্জা তাইয়্যেবুল ইসলাম বলেন, কিশোরীর শরীরের বিভিন্ন অংশে অ্যাসিড পড়েছে। ঝলসে গেছে ৪৫ থেকে ৫০ ভাগ। গভীর ক্ষতও রয়েছে।চিকিৎসা চলছে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 27, 2020 5:18 pm by প্রতি সময়