স্বভাবগতভাবেই মানুষ ভালোবাসার পাগল,কেউ ভালোবাসে নিজেকে,কেউবা অপরজনকে,কখনো প্রেম করে প্রকৃতির সাথে, কখনো বা প্রিয়জনের সাথে। প্রেম ও ভালোবাসার মাধ্যমেই প্রতিটি সৃষ্টি বিকাশ লাভ করে।কখনো এ প্রেম-ভালোবাসা জীবনে বিরহ এনে দেয়।প্রতারিত হওয়ার যন্ত্রণাও কম নয়, আবার ত্যাগের মহিমাও ফুটে ওঠে ভালোবাসায়।কিন্তু প্রেম-ভালোবাসায় জয়-পরাজিত হওয়ায় ঘটনাও ঘটে।এসবের মিশ্রণেই খুঁজে পাওয়া যাবে ‘অশ্রুমতি’ নামে সৌরভী আলম আখি’র লেখা ১৫৪ পৃষ্ঠার উপন্যাসে।২০২১ সালের অমর একুশে বই মেলায় মিলবে সৌরভী আলম আখি’র লেখা প্রথম উপন্যাস ‘অশ্রুমতি’। অন্বয় প্রকাশনী থেকে এ উপন্যাসটি বের হচ্ছে।এটির প্রচ্ছদ করেছেন লুৎফি রুনা।
‘অশ্রুমতি’ সম্পর্কে লেখিকা সৌরভী আলম আখি বলেছেন-‘মাঝে মাঝেই মনে হয়,আমার ভেতরেই আরও হাজারটা মানুষের বাস। এদের কেউ ক্রুর, কেউ খুনি, কেউ প্রেমিক, কেউবা সৈনিক। এদের প্রত্যেককে নিয়ে একেকটা উপন্যাস লেখা যায় অবলীলায়। কিন্তু এই যে আমার মধ্যে এতগুলো ব্যক্তিত্বের বাস, এদের কয়জনই বা নিজের গল্প নিজে লিখে? নাহ, কেউ লিখে না। এরা সবাই আমাকে, এই ব্যক্তি আখিকে তাড়া করে বেড়ায় এদের গল্পগুলো লেখার জন্য। এদের কাছে সকাল কিংবা দুপুর নেই,যখনই কোনো গল্প বলার থাকে,গল্প বলতে ইচ্ছে হয়,তখনই আমার মস্তিষ্কে এক সূক্ষ্ম যন্ত্রণার সৃষ্টি করে।আমি বুঝে যাই, এরা আমাকে তাদের গল্পগুলো বলতে চাইছে। প্রেম-বিরহ, ভালোবাসা-ত্যাগ, সুখ-শোক, প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার গল্পগুলো বলতে চাইছে। বলতে চাইছে বিজয়ী হওয়ার যে উচ্ছ্বাস কিংবা পরাজিত হওয়ার যে গ্লানি তার গল্প। সেই গল্প থেকেই এই উপন্যাস। অশ্রুমতি। আশা করি পাঠকদের ভালো লাগবে।নিয়ে যাবে গল্পের গভীরে।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 22, 2020 11:28 am by প্রতি সময়