ফেসবুকে প্লাজমা আবেদনের বিভিন্ন গ্রুপ খুলে করোনা রোগীর স্বজনদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে প্লাজমা প্রদানের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের একজনকে আটক করেছে ডিবি। আটক ব্যক্তির নাম হৃদয় আহম্মেদ (২৩)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) মুজিব আহম্মদ পাটওয়ারী গণমাধ্যমকে জানান, হৃদয় ও তার অপর সহযোগীরা সু-কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে প্লাজমা আবেদনের বিভিন্ন গ্রুপ খুলে করোনা রোগীদের আত্মীয়-স্বজনের মোবাইল নম্বর সংগ্রহ করে প্লাজমা প্রদান করবে বলে জানায়। বিনিময়ে তাদের যাতায়াত খরচ ও প্লাজমার দাম বাবদ অগ্রিম টাকা দাবি করে। সংকটাপন্ন করোনা রোগীর স্বজনদের অনেকেই এই ফাঁদে পা দিয়ে বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অংকের টাকা প্রদান করেন।
টাকা হাতে পাওয়ার পর চক্রটি ভুক্তভোগীদের মোবাইল ফোন নম্বর ব্লক করে দিতেন। ফলে রোগীর স্বজন চাইলেও আর তথাকথিত প্লাজমা দাতার সঙ্গে যোগাযোগ করতে পারতেন না। চক্রটি গত দুই মাস ধরে শতাধিক মানুষকে প্লাজমা দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
Last Updated on July 31, 2020 6:13 am by প্রতি সময়