অফুরন্ত এ পথে চলতে গিয়ে
একটা তুমি প্রয়োজন।
তুমি অনুভূতি, তুমিই বিজয়
তোমাকে নিয়ে এ ধরনীবক্ষে
গড়বো ভালোবাসার প্রলয়।
সমাজ বলুক না যা ইচ্ছে তা-ই
করুক তুচ্ছ-তাচ্ছিল্য
আমি তবুও লিখবো
নিয়ে তোমায় কাব্য!
আমার অশান্ত মনের
স্নিগ্ধ আকাশে
তোমার তুলনা তুমি
তোমার স্পন্দনে লিখা সম্ভব
গোটা জীবনকাহিনী!
তাইতো আমার চোখে
তোমার তুলনা তুমি।
Last Updated on March 29, 2024 5:08 pm by প্রতি সময়