# ধর্ষণ শেষে হত্যার ঘটনাও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে" /> ফিরে দেখা ২০২৪ : কুমিল্লায় ধর্ষণের শিকার শতাধিক নারী ও শিশু – প্রতিসময়
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

ফিরে দেখা ২০২৪ : কুমিল্লায় ধর্ষণের শিকার শতাধিক নারী ও শিশু # ধর্ষণ শেষে হত্যার ঘটনাও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ দেখা হয়েছে
প্রতীকী ছবি

প্রতিনিয়ত নানাভাবে ঘরে-বাইরে ধর্ষণের শিকার হচ্ছেন নারী। ওই লালসা থেকে বাদ পড়ছে না শিশুরাও। সামাজিক অবক্ষয় ও অস্থিরতার কারণে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার হচ্ছেন নারী ও শিশুরা। আর এসব ঘটনা বিদায়ী বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে কুমিল্লায়। দিন দিন পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে ওঠছে যে বিদয়ী বছরে কুমিল্লা জেলায় শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে।

জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক অপরাধ বিবরণী বিশ্লেষনে নভেম্বর পর্যন্ত ধর্ষনের ঘটনা ঘটেছে ৯৩টি। আর ডিসেম্বরে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ি প্রায় ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

 

অপরদিকে কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ি জেলায় বিদায়ী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগে ৪ বছরের শিশু থেকে ৪০ বছর বয়সের নারী পর্যন্ত ৩৫৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে যেসব নমুনায় ধর্ষণের আলামত মিলেছে সেগুলো মামলায় অন্তর্ভূক্ত হয়েছে। আবার এমন অনেক ধর্ষণের ঘটনা রয়েছে যারা আত্মসম্মানের কথা ভেবে বা সামাজিক লজ্জায় আইনের দ্বারস্থ হননি। ধর্ষণের এমন ঘটনাগুলো বরাবরই থেকে যায় পরিসংখ্যানের বাইরে।

 

কুমিল্লা জেলার গুরুতর অপরাধ বিবরণীর তালিকা অনুযায়ি গেলো জানুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৬টি, ফেব্রুয়ারি মাসে ৯টি, মার্চ মাসে ৯টি, এপ্রিল মাসে ১১টি, মে মাসে ১১টি, জুন মাসে ৬টি, জুলাই মাসে ১০টি, আগস্ট মাসে ৬টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৮টি, নভেম্বর মাসে ১২টি এবং ডিসেম্বর মাসে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ি ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেখা গেছে ধর্ষক তার হীন লিপ্সা চরিতার্থ করে ওই নারী বা শিশুকে হত্যা করেছে। এমন ঘটনার মধ্যে শিশুকে ধর্ষণ ও শেষে হত্যার মতো ঘটনাও রয়েছে।

 

গেলো বছরের এপ্রিলের ২৯ তারিখ কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের স্কুল পড়ুয়া ৯ বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়। বিদায়ী বছরের ২৮ আগস্ট কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে ত্রান আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক প্রতিবন্ধী নারী। একই বছরের ৭ নভেম্বর নাঙ্গলকোট উপজেলায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরা দেখে ফেরার পথে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এমনিভাবে গেলো বছরে শতাধিক ধর্ষণের ঘটনায় বেশিরভাগই চার বছর থেকে ১৫ বছর বয়সী শিশু রয়েছে। বাকিদের মধ্যে ২০ থেকে ৪০ বছর বয়সী নারী রয়েছেন।

কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, নারী সংগঠক ও আইনি সহায়তা সংস্থার কর্মীদের মতে, সামাজিক ও পারিবারিক অস্থিরতাই নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ এবং ধর্ষণ শেষে হত্যার মতো গুরুতর অপরাধগুলো অপ্রতিরোধ্য হয়ে ওঠছে। আবার এধরণের মামলার দূর্বল তদন্ত ও আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীদের পার পেয়ে যাওয়ায় বা কঠোর সাজা না হওয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতামূলক অপরাধ প্রবণতা বেড়ে চলছে। তাদের মতে, এধরণের ঘটনায় স্বল্প সময়ে আইনের যথাযথ প্রয়োগ, অপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয়রোধে সামাজিক ও সাংগঠনিকভাবে কাউন্সিলিং এবং গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে।

Last Updated on January 3, 2025 5:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102