সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ফুলেল সংবর্ধনা জানানো হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপিকে। এদিন বিকেল সাড়ে চারটা থেকে ফুলেল শুভেচ্ছা শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ কুমিল্লার প্রায় তিন শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান।
এসময় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি বাহার বলেন, এ বিজয় কুমিল্লার আপামর জনতার । এ বিজয় কুমিল্লার গণ মানুষের। এ বিজয় শেখ হাসিনার। এ বিজয় কুমিল্লার আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ বিজয় কুমিল্লাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। আশা করছি এ বিজয়ের মধ্য দিয়ে কুমিল্লার একটি পরিবারের নির্বাচনের খায়েশ মিটবে। সকল চক্রান্ত ষড়যন্ত্রের অবসান ঘটবে।
এমপি বাহার আরও বলেন, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে আমার সকল নেতাকর্মী,বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে জানাই অভিনন্দন। এ বিজয়ের মুলশক্তি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের একমাত্র আশার বাতিঘর। নেত্রীকে বলেছি, আমরা সকলে মিলে আজ কুমিল্লাকে শেখ হাসিনার কুমিল্লায় রূপান্তর করেছি।
Last Updated on January 8, 2024 8:52 pm by প্রতি সময়