এক হাজার ছাড়াল ফেনিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। জেলায় এখন পর্যন্ত ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনায় মারা গেছেন ২১ জন।
ফেনি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২২ জনের রিপোর্ট আসে। সেখানে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে করোনা শনাক্তের পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার চারজন।
নতুন আক্রান্তদের মধ্যে দাগনভূঞা উপজেলার দুইজন, পরশুরামের দুইজন ও ফুলগাজী উপজেলার দুইজন রয়েছেন।
ফেনিতে এ পর্যন্ত শনাক্ত ১০০৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ৩৮৯ জন, সোনাগাজীর ১৭৩ জন, দাগনভূঞার ২১১ জন, ছাগলনাইয়ার ১১৭ জন, ফুলগাজীর ৫১ জন, পরশুরাম উপজেলার ৪৮ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন রোগী রয়েছে।
Last Updated on July 11, 2020 9:55 am by প্রতি সময়