২০১৮ নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ১৫০টি সুপারিশ করেছে।সংস্কারের আরেকটি সুপারিশ হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা, যেন দুর্বৃত্তরা রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হতে না পারে।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয় এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ড মিলনায়তনে আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম.এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূইয়া।
সেমিনারে বক্তারা কুমিল্লাকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
Last Updated on January 18, 2025 10:41 pm by প্রতি সময়