আটককৃত শংকর দেবনাথ ও অনিক ভৌমিক।বাঙ্গরাবাজার থানায় তোলা ছবি #
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের বিরুদ্ধে যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব প্রতিবাদে উত্তাল, ঠিক তখনই কুমিল্লার মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তি আগুনে ঘি ঢেলেছে। শংকর দেবনাথ ও অনিক ভৌমিক নামে দুই ব্যক্তি ফ্রান্সের প্রদর্শিত ব্যঙ্গচিত্র সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করে মুরাদনগরের ধর্মপ্রাণ মুসলামানদের বিক্ষুব্ধ করে তুলে।
ওই দুই ব্যক্তিকে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবীতে শনিবার রাত থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করতে থাকে। অবশেষে বাঙ্গরাবাজার থানা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে রবিবার(১নভেম্বর)বিকেলে কুমিল্লার আদালতে পাঠালে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠায়।
বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ বলেন, ইসলামধর্মের অবমাননা হয় এমন বিষয় নিয়ে ফেসবুকে অপপ্রচার এবং কমেন্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে। রবিবার বিকেলে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলার কুরবানপুর গ্রামের রায় মোহন দেবনাথের ছেলে শংকর দেবনাথ (৫৪) ও আন্দিকুট গ্রামের জীবন ভৌমিকের ছেলে অনিক ভৌমিক (২০) তাদের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সে প্রদর্শিত ব্যঙ্গচিত্র সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং অন্যান্য পোস্টে গিয়ে তা সমর্থন করে মন্তব্য করে। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শংকর দেবনাথ ও অনিক ভৌমিককে গ্রেফতারের দাবিতে শনিবার রাত থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে আটক করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 1, 2020 8:56 pm by প্রতি সময়