রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

ফ্রিজ বেচা-কেনায় ধূম পড়েছে কুমিল্লায়

আবদুল্লাহ আল মাহমুদ
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬১৬ দেখা হয়েছে

ঈদুল আযহা। মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি। অনেকেই এ উৎসবকে কোরবানীর ঈদ বলে থাকেন। প্রতিবছর ঈদুল আযহা ঘনিয়ে এলেই ফ্রিজ বেচাকনার ধূম পড়ে। করোনা পরিস্থিতি ঘিরে ইতিপূর্বে লকডাউন, মার্কেট, দেকানপাট বন্ধ ঘোষণায় সবধরণের ব্যবসায়িদের মাথায় উঠেছিল। ঈদুল আজহায় পোষাক থেকে শুরু করে অন্যসব ছোটখাটো ব্যবসায় কিছুটা সাড়া মিললেও বেচাবিক্রিতে বেশ সাড়া মিলছে ফ্রিজে।

কোরবানীর পশুর পরিবারের অংশের মাংস সংরক্ষণ রাখার জন্যে বেশিরভাগ কোরবানীরদাতা পরিবার ফ্রিজ কেনার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। কোরবানীর ঈদকে সামনে রেখে এরিমধ্যে কুমিল্লা শহর গ্রাম গঞ্জের ফ্রিজ বিক্রির দোকান ও শো-রুমগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। বেচাকেনায় পড়েছে ধূম।

ঈদুল আযহাকে সামনে রেখে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের শো-রুমগুলোতে ক্রেতা আকর্ষনের জন্য বিশেষ সহজ কিস্তিসহ দেয়া হয়েছে নানা রকম অফার। কেবল অফার, পুরস্কারের প্রতি আকৃষ্ট হয়েই নয়, অনেকে কোরবানীর মাংস রাখার প্রয়োজনের তাগিদে কিনছেন সাধারণ ও ডিপ ফ্রিজ।

ঈদুল আযহা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফ্রিজ বিক্রির চাপ। কোরবানীর মাংস সংরক্ষণের জন্য কুমিল্লা শহর ও উপজেলা পর্যায়ে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে ফ্রিজ কেনার ধুম পড়েছে। কুমিল্লা শহরের ডিলার ও শো-রুমগুলোতে ঘরের কর্তাকে সঙ্গে নিয়ে ভিড় করছেন গৃহিনীরা। বেচাকেনা চলছে দেদার। ঈদ উপলক্ষে ছাড় ও উপহার রয়েছে এমন ফ্রিজের শো-রুমের দিকে গৃহিনীরা আকৃষ্ট হচ্ছেন। বিশেষ করে র‌্যাংগস, হাইসেন্স, তোসিবা, তোসিন, মিতসুবিশি, সনি, ট্রান্সটেক, এলজি বাটারফ্লাই, সিঙ্গার, স্যামসাং, হিটাচি, প্যানাসনিক, ওয়ালটন, মিনিষ্টার, শার্প, ভিশন, যমুনা ও মাই ওয়ান ব্র্যান্ডের ফ্রিজের দিকে ঝুঁকছে ক্রেতারা।

শো-রুম ছাড়াও শহর, শহরতলী ও উপজেলা সদরের ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে ফ্রিজ বিক্রি জমে উঠেছে। বিশেষ করে সাধারণ ফ্রিজের পাশাপাশি ছোট ও মাঝারি আকারের ডিপ ফ্রিজের চাহিদা ও বেচাকেনা বেড়েছে। গত এক সপ্তাহ ধরে কুমিল্লা শহরের দোকানে দোকানে ফ্রিজ কিনতে ক্রেতাদের ভিড় লেগেই রয়েছে।

বিভিন্ন ব্রান্ডের ফ্রিজের ডিলার ও শো-রুমগুলোতে সাধারণ সময়ের চেয়ে বিক্রি কয়েকগুন বেড়েছে। কোরবানীর ঈদ উপলক্ষে ফ্রিজসহ অন্যান্য পন্য ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ, কার, মোটর সাইকেল, এলইডি টিভি, আয়রন, রাইসকুকার,  ব্লেন্ডার উপহার পাওয়ার সুযোগ রয়েছে। কোরবানী ঈদের এ সময়ে দেশিয় ব্রান্ডের পাশাপাশি বিদেশি ব্রান্ডের ফ্রিজও সাশ্রয়ী দামে পাওয়ায় বিক্রয়ে ব্যাপক সাড়া মিলছে কুমিল্লায়।

কুমিল্লা শহরের জিলাস্কুল রোডের র‌্যাংগস-স্যামসাং-তোশিবা শো-রুমের বিক্রয় কর্মকর্তা বিন্দুু জানান, কেউ কোরবানীর মাংস রাখার জন্য ডিপ ফ্রিজ কিনছেন, কেউ ফ্রিজের ব্র্যান্ড পাল্টাতে নতুন ফ্রিজ কিনছেন। ক্রেতারা ফ্রিজ কিনতে এসে কী ধরণের ছাড়, কী ধরণের উপহার, কিস্তিতে নেয়ার সুযোগ সুবিধা কী রকম তাও বিবেচনায় নিচ্ছেন। বিদেশি ব্রান্ডের ফ্রিজেই ক্রেতারা বেশি আকৃষ্ট হচ্ছে। শোরুমের পক্ষ থেকে ফ্রিজ ক্রেতার বাসায় বিনা পরিবহন খরচে পৌঁছানোর ব্যবস্থাও রয়েছে।

 

Last Updated on July 28, 2020 10:09 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102