রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

বইমেলায় মল্লিকা বিশ্বাসের দুই কবিতার বই

সাদিক মামুন
  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ দেখা হয়েছে
সামাজিক, সাংস্কৃতিক ও চিকিৎসা অঙ্গণে ডা. মল্লিকা বিশ্বাসের অনেক পরিচিতি রয়েছে।এসব পরিচয় ছাপিয়ে সাহিত্যাঙ্গণে তিনি স্থান করে নিয়েছেন একজন লেখক, একজন কবি হিসেবে।মল্লিকা বিশ্বাস এযাবত যত কবিতা লিখেছেন তাতে যেমন রোমান্টিকতা ছিল, তেমনি ছিল অগাধ দেশপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা, বিচ্ছেদকাতরতা, জীবনবোধ, মানবতাবাদ ও আশাবাদী হওয়ার গল্প। মল্লিকা বিশ্বাসের ভাষায়-‘আমি আমার অনুভূতিগুলো কাব্যের আশ্রয়ে লিখে যাচ্ছি, লিখে যাবো যতক্ষণ পারি’….
অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাম এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সৃজনশীল সংগঠক ডা. মল্লিকা বিশ্বাসের সদ্য প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ নিয়ে এবারের আয়োজন।

এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ডা. মল্লিকা বিশ্বাসের দুটি কবিতার বই।একটি ‘ঝরা পাতার সুখ দু:খ’, অপরটি ‘করোনা কালের পদ্য’। বই দুটি প্রকাশ করেছে য়ারোয়া বুক কর্ণার।মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩২২ নং স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।

মল্লিকা বিশ্বাসের প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের কবিতাগুলো ভিন্নতা সৃষ্টি করেছে।এরমধ্যে ‘ঝরা পাতার সুখ দু:খ’ কাব্যগ্রন্থের কবিতাগুলো কবি মল্লিকা বিশ্বাস তুলে ধরেছেন এমন সব বিচিত্র উপকরণ- যার মধ্য দিয়ে তিনি পাঠককে নিয়ে যেতে চান হৃদয়ানুভূতির গভীরতম শিকড়ে, উপলব্ধি করাতে চান বাস্তব জীবনবোধ।

তাঁর এই কবিতার বইটি সম্পর্কে লন্ডন প্রবাসী লেখক, গবেষক রাজিক হাসান লিখেছেন-‘মল্লিকা বিশ্বাসের এ গ্রন্থটি পাঠককে নিয়ে যাবে অনেক দূরে, অনেক গভীরে যেখানে থেকে পাঠক হয়ে উঠবেন কবিতা প্রেমী এক অন্য মানুষ, তাঁর মস্তিষ্কে সৃষ্টি হবে নতুন তরঙ্গ, নতুন বোধ আর হৃদয়েরর মধ্যে বয়ে যাবে অদ্ভুত এক আনন্দ, বেদনার ধারা। ’

ডা. মল্লিকা বিশ্বাসের ‘করোনা কালের পদ্য’ কাব্যগ্রন্থটি বর্তমান সময়ের বিশ্বজুড়ে আলোচিত ভাইরাস কোভিড-১৯ কেন্দ্রিক হলেও বইয়ের কবিতাগুলোতে করোনা, প্রকৃতি, মানুষ এমনকি সামাজিক দায়বদ্ধতাসহ জীবনধর্মী অনেক কিছুই উঠে এসেছে।

তাঁর এই বইটি সম্পর্কে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন লিখেছেন-‘করোনার এই কঠিন সময়ে ডা. মল্লিকার কলমের কালিতে যে কথাগুলো কবিতার পংত্তিতে ভরে উঠেছে তা মানুষের একাকীত্বকে ভুলে সামাজিক স্বত্ত্বার নিরন্তর আকুতি। করোনা এক সময় বিদায় হবে, তাকে বিদায় হতেই হবে। কিন্তু ডা. মল্লিকার কলমের আঁচড়ে যে স্মৃতি আঁকা হয়ে গেল, তা রয়ে যাবে কালের সাক্ষী হিসেবে।’

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on April 6, 2021 4:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102