কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্তের পিছু ছাড়ছে না বিতর্ক। এমপি হিসেবে ডা. প্রাণ গোপাল নির্বাচিত হওয়ার পর থেকে বেশ কয়েকটি অনুষ্ঠানে নেতিবাচক বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝেও চরম ক্ষোভ বিরাজ করছে। এবার দলীয় একটি সম্মেলনে তাঁর (এমপি) বক্তব্য রেকর্ড নিয়ে সাংবাদিকদের প্রতি ‘নিষেধাজ্ঞা জারী’ করেছেন।
মঙ্গলবার (৩০ মে) বিকালে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে পৌর কৃষক লীগের সম্মেলনে তিনি এ নিষেধাজ্ঞা প্রদান করেন। এ সময় অনেকেই রক্তব্য রেকর্ড না করেই সভাস্থল ত্যাগ করেন। সাংসদের এমন নিষেধাজ্ঞায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে সাংসদের নিষেধাজ্ঞার সেই বক্তব্য।
দলীয় সূত্র ও সাংবাদিকরা বলেন, ওইদিন চান্দিনা পৌর কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমপি ডা: প্রাণ গোপাল দত্ত। তিনি বক্তব্যের শুরুতে দুইবার বলেন, আমি আশা করি আমার বক্তব্য কেউ রেকর্ড করবেন না।’ সাংসদের এমন বক্তব্য যখন চলছিল তখন বেশ কয়েকজন সাংবাদিক ও দলীয় নেতাকর্মী মোবাইল ফোন ও ক্যামেরায় বক্তব্য রেকর্ড করছিলেন। কিন্তু সাংসদের আকস্মিক এ কথা শুনে বক্তব্য রেকর্ড বন্ধ করেই একাধিক সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন। অনুষ্ঠানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক বলেন, আগে একাধিক বক্তব্য ভাইরাল হওয়ার পর সেই আশংকা থেকে এবার এমপির নিকট থেকে এমন নিষেধাজ্ঞা এসেছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে বুধবার বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, তিনি (এমপি) এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে ভাইরাল হয়েছেন। কিছু দিন আগে প্রধানমন্ত্রীর কথার উদ্বৃতি দিয়েও আমার প্রয়াত বাবার বিষয়েও মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই আমার ধারনা একের এক বক্তব্য ভাইরাল হয়ে পড়ার পর এবার বক্তব্য রেকর্ডে সাংবাদিকদের প্রতি এমন নিষেধাজ্ঞা দিয়েছেন, বিষয়টি দুধ;খজনক। তবে এ বিষয়ে একাধিকবার মোবাইলে কল করা হলেও রিসিভ না করায় এমপি প্রাণ গোপাল দত্তের মন্তব্য জানা সম্ভব হয়নি।
Last Updated on May 31, 2023 7:19 pm by প্রতি সময়