কোরপাই ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা #
বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু পরিষদ কাজ করে যাবে বলে অঙ্গিকার ব্যক্ত করে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন।আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সমৃদ্ধি ও আলোর পথে এগিয়ে নিচ্ছেন।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
রবিবার(১নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু পরিষদের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কোরপাই ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মোকাম বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অরুণ কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম্পাদক গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, মুক্তি যোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইউপি বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব হাজী মোঃ সুলতান আহমদ, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হারেজ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, ইউপি যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোঃ মোখলেছুর রহমান, স্বপন ভূইয়া, মোঃ শাহ আলম মাষ্টার, রবিউল হাসান, মোঃ হোসেন, আবুল কালাম, গিয়াস উদ্দিন ভূইয়া, আব্দুল মতিন কাজী প্রমুখ।
আলোচনা শেষে মোকাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড কোরপাই বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মো. শাহীন কাদির, সহ সভাপতি মো. মোবিন মেম্বার, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির ভূইয়া মোহনসহ ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মোকাম বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অরুণ কুমার পাল।
মিথলমা-শিকারপুর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা #
এদিকে শনিবার বিকেলে ইউনিয়নের শিকারপুর -মিথলমার ২নং ওয়ার্ডের কার্যকরী কমিটি গঠন করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি মোখলেসুর রহমান, এম হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মোতালেব, মো. খোরশেদ আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ৫১ সদস্য অন্তর্ভূক্ত করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 2, 2020 12:23 am by প্রতি সময়